ন্যাভিগেশন মেনু

জীবননগরে গৃহহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার


মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ।

মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টার সময় তিনি জীবননগরে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন সাতটি ঘর এবং শিয়ালমারী গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য নির্মাণাধীন একটি ঘর পরিদর্শন করেন।

এ সময় তিনি প্রতিটি ঘরের কাজের গুনগত মান এবং অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া তিনি মুজিব জন্মশতবর্ষে প্রথম পর্যায়ে নির্মিত ঘরে বসবাসরতদের খোঁজখবর নেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জীবননগর উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৫৬টি বাসস্থান নির্মাণের কাজ চলছে। এর মধ্যে রায়পুর ইউনিয়নে তিনটি, কেডিকে ইউনিয়নে একটি, সীমান্ত ইউনিয়নে ১৯টি, বাঁকা ইউনিয়নে ৫টি, আন্দুলবাড়ীয়া ইউনিয়নে ২১টি এবং উথলী ইউনিয়নে ৭টি বাসস্থান নির্মাণের কাজ চলমান রয়েছে।

এসকে/এডিবি/