ন্যাভিগেশন মেনু

জীবননগরে জালটাকাসহ চক্রের ২ সদস্য আটক


চুয়াডাঙ্গার জীবননগরে জালটাকাসহ জালটাকা তৈরি চক্রের দুই সদস্যকে আটক করেছে ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যাব)। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪৫ হাজার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (১৭ মে) দুপুর সোয়া ১টায় ব়্যাব-৬ খুলনার লিগ্যাল ও মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. বজলুর রশিদ গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলো - ঝিনাইদহ জেলার পোড়াপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে সাজ্জাদ আলম (২৬) এবং খুলনা জেলার চাঁদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া মামুন (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয় - রবিবার (১৬ মে) দিবাগত রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ব়্যাব ক্যাম্পের সদস্যরা চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মডার্ন স্টুডিও অ্যান্ড স্টেশনারি দোকানে অভিযান চালায়। এ সময় তারা ১৬০টি ৫০০ টাকার জালনোট, ৬৫টি ১০০০ টাকার জালনোটসহ একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার, দুইটি মোবাইল সেট এবং একটি মানিব্যাগ জব্দ করে। এ সময় জালটাকা প্রস্তুতকারী, মজুদ এবং ক্রয়-বিক্রয় সংঘবদ্ধ চক্রের মুল হোতা জাকারিয়া মামুন ও সাজ্জাদ আলমকে আটক করে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসকে/এসএ/এডিবি/