ন্যাভিগেশন মেনু

জীবননগরে ভারতীয় মদ আটক


চুয়াডাঙ্গা জেলার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। 

শনিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের একটি মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় মদগুলো উদ্ধার করা হয়।

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জীবননগর উপজেলার রাজাপুর বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজাপুর সীমান্তের শূন্য লাইন হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় রাজাপুর গ্রামের মাঠের মধ্যে হতে মালিকবিহীন ১১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এসকে/এডিবি/