ন্যাভিগেশন মেনু

জীবননগরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় ক্রমান্বয়ে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রশাসনের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা এবং মাস্ক পরিধান না করায় ১৪ জনকে ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ জুন) রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

বিষয়টি আজকের বাংলাদেশ পোস্টকে নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম মুনিম লিংকন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর পৌর শহরেরর কিছু দোকানদার প্রশাসনের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি অমান্য করে রাত সাড়ে ৭টার পরও দোকান খোলা রেখে বেচাকেনা করছিল। খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন রাত ৮ টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করা এবং সন্ধ্যা সাড়ে ৭টার পর দোকান খুলে রাখার দায়ে ১৪ জনকে ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম মুনিম লিংকন বলেন, 'প্রতিদিন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট চলমান থাকবে। সরকারি বিধিনিষেধ ভঙ্গ করে করোনা সংক্রমণ বিস্তারে সাহায্যকারী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

এদিকে করোনাভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে করোনা প্রতিরোধ সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শুক্রবার (১৮ জুন) থেকে শুধু ওষুধের দোকান ছাড়া উপজেলার সমস্ত বাজারের সব দোকান সন্ধ্যা সাড়ে ৭টার পর বন্ধ রাখতে হবে এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক একটি গণবিজ্ঞপ্তিও জারি করেন।

এসকে/এসএ/এডিবি/