ন্যাভিগেশন মেনু

টেকনাফে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪


কক্সবাজারের টেকনাফে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে চার জন নিহত হয়েছে। 

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যাং লম্বাবিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান , হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

তিনি জানান, সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাংসংলগ্ন লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী পালকি পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।  এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। আহত একজনকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদরে হাসপাতালে নিয়ে আসে। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে বলে জানান।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে তিনজনের মরদেহ হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে এবং একজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

এনএ/ ওয়াই এ/ এডিবি