ন্যাভিগেশন মেনু

ডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫ জন


ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫ জন। তাদের সবাই রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি জুলাই মাসেই দেশে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ছাড়িয়ে গেছে।

ডেঙ্গু নিয়ে জুলাইয়ের প্রথম ২২ দিনেই হাসপাতালে ভর্তি হলেন ১ হাজার ১৩ জন। জুনে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২৭২ জন।

বৃহস্পতিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়ার স্বাক্ষরিত ডেঙ্গুসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে সারাদেশে ভর্তি রোগী ৪১২ জন। ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪০৯ জন, আর অন্য বিভাগে ৩ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৮৫ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এডিবি/