ন্যাভিগেশন মেনু

দাসাদী বাজারে ঈদের আগ পর্যন্ত চলবে পশু বেচা-কেনা


চাঁদপুর সদরের ৫ কিলোমিটার উত্তরে দাসাদী সিনিয়র মাদ্রাসার বালুর মাঠে কোরবানির গরুর বাজার ২৮ তারিখ থেকে একটানা চারদিন চলবে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ১৯ জুলাই এক চিঠির মাধ্যমে কল্যাণপুরের দাসাদী বাজার বালুর মাঠে কোরবানির পশুর হাট বর্তমান করোনা সংকট মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করার অনুমতি প্রদান করেন্।

এর ফলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার এই ৪ দিন একটানা কোরবানির গরু বেচাকেনা চলবে। 

প্রতি বছরের ন্যায় এ বছরও দাসাদী মাদ্রাসার বালুর মাঠে গরুর বাজার কমিটি এ আয়োজন করে। উন্নত যাতায়ত ব্যবস্থা এবং নৌ-পথে বিভিন্ন এলাকা থেকে বাজারে গরু ব্যবসায়ীগণ এ বাজারে নিয়ে আসেন।

এ বিষয়ে বাজার কমিটির সদস্য খালেদ মাহমুদ ভূঁইয়া জানান, ‘গরু ব্যবসায়ীদের জন্য স্থানীয়ভাবে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং হাসিল সীমিত রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতির কারণে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে হাটের আয়োজন করা হয়েছে। বাজার কমিটি এ ব্যাপারে সকল ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি জানান। স্বাস্থ্যবিধি রক্ষার জন্য প্রয়োজনীয় মাস্ক বিতরণ,সাবান দিয়ে হাত ধোঁয়ার বেসিন, জীবাণূনাশক স্প্রে মেশিন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এমআইআর/ এডিবি