ন্যাভিগেশন মেনু

দিনাজপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতির অগ্রগতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


দিনাজপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় অগ্রগতি শীর্ষক আঞ্চলিক কর্মশালা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে সদরের হর্টিকালচার সেন্টারের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক প্রশাসন ও অর্থ উইং ড. আলহাজ উদ্দীন আহাম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন, আবহাওয়া অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. শাহ কামাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক মো: তহিদুল ইকবাল, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ।

কর্মশালায় প্রধান অতিথি ড. আলহাজ উদ্দীন আহাম্মেদ বলেন, দেশের কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার নানামুখী কৃষিবান্ধব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। তাই কৃষি ক্ষেত্রে যুগান্তকারী সফলতা আনতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তা ও চেতনার প্রতিফলন ঘটাতে হবে। সর্বত্র উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আমাদের সকলকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে।

কৃষি ও কৃষককে বাঁচাতে আমাদের সকলকে সম্মিলিতভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার জানতে হবে। তাই কর্মশালায় অংশগ্রহনকারীদের সবাইকে আধুনিক প্রশিক্ষণ গ্রহনের জন্য তাগিদ দেন তিনি।

কর্মশালায় ঠাকুরগাঁও,পঞ্চগড় ও দিনাজপুর অঞ্চলের ২৩ উপজেলার কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষনা কেন্দ্রের ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

এস এ/এডিবি