ন্যাভিগেশন মেনু

দিনাজপুরে ট্রেনে কাটাপড়ে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু


দিনাজপুরে শেখপুরা ১৭নং রেলঘুমটি সংলগ্ন ৪০৭/৪-৫ এলাকায় রাজা (৩৩) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের ট্রেনে কাটাপড়ে মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টায় এ ঘটনা ঘটে। রাজা উত্তর বালুবাড়ী পিলখানার বাসিন্দা মোঃ আকবর হোসেনের ছেলে।

এ ব্যাপারে দিনাজপুর জিপআরটি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভুঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃতের পরিবার মরদেহ নেওয়ার ব্যাপারে লিখিত দরখাস্ত করলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার সকাল ৬টায় ৭৬৮ নং দোলনচাঁপা এক্সপ্রেসে ট্রেনে কাটাপড়ে বুদ্ধিপ্রতিবন্ধী রাজার মৃত্যু হয়। পরবর্তীতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়মুখী ৭৭৩নং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে পুনরায় কাটাপড়ে রাজা। এরপর দিনাজপুর থেকে বুড়িমারী মুখী ৮০৩ নং কমিউটার ট্রেনে আবারও কাটাপড়ে। ফলে মরদেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

ছেলের উপর দিয়ে ৩টি ট্রেন যাওয়া-আসা করল কেউ এগিয়ে না আসায় নির্বাক হতভম্ভ বাবা বলেন, 'মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। আমার পুত্রের খন্ডিত লাশ উদ্ধারে কেউ এগিয়ে এলো না।'

এ এস/সিবি/এডিবি