ন্যাভিগেশন মেনু

দিনাজপুরে ২০০ পরিবারে ত্রাণ বিতরণ


দিনাজপুর সদরে পুবালী ব্যাংক লিমিটেডের অর্থায়নে এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহায়তায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ জুন) দিনাজপুর আল আমিন ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওইসব অসহায় পরিবারের মাঝে এই সহায়তা দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক লিমিটেডের দিনাজপুর শাখা ম্যানেজার মো. আরিফ মাহমুদ, দিনাজপুর আল আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার দিনাজপুর জোনের ফকরুল, পদক্ষেপ সৈয়দপুর এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, দিনাজপুর এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ। এ ছাড়াও সংশ্লিষ্ট ব্রাঞ্চের ম্যানেজার, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জনপ্রতি ত্রাণের মধ্যে ছিল চাল ২০ কেজি, সয়াবিন তেল ২ কেজি, লবণ ১ কেজি, ডাল ১ কেজি, ১টি করে সাবান।

বক্তারা বলেন, কোভিড-১৯ বৈশ্বিক করোনাভাইরাস এবং লকডাউনের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই কর্মহীন মানুষকে সহায়তা করতে পেরে ব্যাংক কর্মকর্তা এবং এনজিও কর্মকর্তারা অনেক খুশি। বিত্তশালীরা যদি এভাবে এগিয়ে আসে তাহলে মানুষের কষ্টটা অনেকটা কমবে।

সিবি/এডিবি/