ন্যাভিগেশন মেনু

দুবাইয়ের আর্ট ইভেন্টে চিত্রশিল্পী মাহফুজুর রহমানের পেইন্টিং প্রদর্শিত


বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী মাহফুজুর রহমানের দুটি পেইন্টিং আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্রদর্শিত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আমিরাতস ফ্যালকনার্স ক্লাব এই চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজন করছে, যা আগামী ৩ অক্টোবর এ শেষ হবে।

এ বিষয়ে চিত্রশিল্পী মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, “একজন চিত্রশিল্পী হিসেবে এটি সত্যিই অনেক বড় অর্জন। দেশের বাইরে এতো বড় একটি চিত্র প্রদর্শনীতে একমাত্র বাংলাদেশি হিসেবে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিশ্ববিখ্যাত আর্ট ম্যাগাজিনে মাহফুজুর রহমানের আঁকা ‘ডিলার অফ দি পেইন’ ও ‘রেড গ্রেনস’ প্রদর্শিত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ২০০৩ সালে দেশটিতে এডিএইচএক্স’র যাত্রা শুরু করেছিলেন। প্রদর্শনীর বিগত সংস্করণগুলো ১৫ লাখেরও বেশি দর্শক আকর্ষণ করেছিল। মূলত এ প্রদর্শনীতে পরিবেশ সংরক্ষণ, ঐতিহ্য ও সাফল্যের গল্প তুলে ধরা হয়।

প্রসঙ্গত, একজন চিত্রশিল্পী হিসেবে বিশ্বের ৮ দেশের ২০টিরও অধিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন মাহফুজুর রহমান।

সম্প্রতি যুক্তরাজ্য-ভিত্তিক শিল্প সংগঠন দ্য আর্টিস্ট লাউঞ্জে আয়োজিত ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ আর্ট প্রতিযোগিতায় মাহফুজুর রহমানের 'অ্যানসেস্টর্স' চিত্রকর্মটি সেমিফাইনালিস্ট হিসেবে স্থান পায়।

এর আগে ২০২০ সালে ক্যালিফোর্নিয়ার আর্টাভিটা আর্ট কনটেস্টে মাহফুজুর রহমানের একটি চিত্রকর্ম রানার-আপ হওয়ার পাশাপাশি ফ্রান্সের 'আর্টিস্ট ভ্যালু সার্টিফিকেশন' অর্জন করে।

এমআইআর/ওআ