ন্যাভিগেশন মেনু

নাটোরে গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন


২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর ও কুশীলবদের দ্রুত বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

শনিবার (২১ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জেলা কমিটির আয়োজনে শহরের কানাইখালী বাসস্ট্যান্ড এলাকায় তারা এই মানববন্ধন করেন।

স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সভাপতি খন্দকার ইসতিয়াক আহমেদ ডলারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন - জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রিয় ভৌমিক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিয়ন হোসেন প্রমূখ।

এ সময় গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের হামলার ঘটনা একই সুত্রে গাঁথা। যে কারণে ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল, ঠিক একই কারণে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে শেখ হাসিনাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। বিদেশে পালিয়ে থাকা গ্রেনেড হামলা মামলায় যেসকল অপরাধী ও কুশীলবদের দ্রুত ফিরিয়ে এনে আইনের আওতায় এনে মামলার রায় কার্যকর করার দাবি জানান বক্তারা।

পরে সংগঠনের পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করা হয়।

অন্যদিকে, সকালে বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। সংগঠনটির জেলা কমিটির সভাপতি আমিরুল ইসলাম জনির সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি, দপ্তর সম্পাদক দিলীপ দাস, জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া প্রমূখ।

কেআর/এসএ/এডিবি/