ন্যাভিগেশন মেনু

নাটোরে পুলিশের অক্সিজেন ব্যাংকের ভূয়সী প্রশংসা করলেন পলক


নাটোরে পুলিশ সুপারের চেষ্টায় গড়ে তোলা অক্সিজেন ব্যাংকের ভূয়সী প্রশংসা করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রশংসা করে তিনি বলেন, অক্সিজেন ব্যাংক নাটোরের করোনারোগীর চিকিৎসায় একটি মাইলফলক। এই অক্সিজেন সাধারণ রোগীর বাসার পাশাপাশি হাসপাতালেও সরবরাহ করা হচ্ছে। অক্সিজেন স্বল্পতার যে কোনও কঠিন পরিস্থিতিতে আমি সহযোগিতা করতে আগ্রহী।

রবিবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কাছে স্বাস্থ্য সামগ্রী তুলে দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেন, একে অপরের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা সবাই মিলে করোনাকালীন এই দূর্যোগকে পাড়ি দেবো। যার যা সামর্থ্য আছে সবকিছু উজার করে দিয়ে করোনাকালীন দূর্যোগ মোকাবেলা করতে হবে।

এ সময় তিনি জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীসহ অন্যান্য বিষয়ে চাহিদা আহ্বান করেন।

এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ নাটোরে করোনা পরীক্ষার জন্য একটি পিসিআর ল্যাব স্থাপন, অক্সিজেন রিফিলের ব্যবস্থা ও অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের আইসিটি প্রতিমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ রায়সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।

সংক্ষিপ্ত সভাশেষে ৪টি কন্সেন্ট্রেটর ৬০টি বুথ এক লাখ মাস্ক ও নগদ দেড় লাখ টাকা প্রদান করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া স্বেচ্ছাসেবকদের জন্য তিনশত গেঞ্জি এবং ক্যাপ তুলে দেন তিনি।

কেআর/সিবি/এডিবি/