ন্যাভিগেশন মেনু

নাটোরে নায্য দাম পেতে দুধ মাটিতে ঢেলে প্রতিবাদ


নাটোরের সিংড়ায় করোনা মহামারি পরিস্থিতিতে চলমান লকডাউনের কারণে দুধের নায্য দাম না পাওয়ায় মাটিতে দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছে উপজেলার ৩০ জন খামারী। এ সময় সরকারি ব্যবস্থাপনায় নায্য দামে নিয়মিত দুধ সংগ্রহের দাবি জানান তারা।

শুক্রবার (২৫ জুন) ও শনিবার (২৬ জুন) সকালে উপজেলার কলম ইউনিয়নের বাহাদুরপুর বটতলা এলাকায় এভাবে প্রতিবাদ জানান তারা।

খামারীরা জানান, উপজেলার কলম ও চামারী ও হাতিয়ান্দহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে খামার গড়ে উঠেছে। তারা সাধারণত বাজার ও মহাজনের পাশাপাশি বেসরকারিভাবে প্রাণ ও আড়ং-এর কাছে প্রতি লিটার ৫০-৬০ টাকা দরে দুধ বিক্রি করেন। কিন্তু চলমান লকডাউনের কারণে শুক্রবার ও শনিবার এই দুটি প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে দুধ বিক্রি করতে পারেন না তারা। ফলে এই দুইদিন অন্যত্র প্রতি লিটার ১৫ থেকে ২০ টাকা দরে দুধ বিক্রি করতে বাধ্য হন। এতে করে তারা আর্থিকভাবে লোকসানের শিকার হচ্ছেন।

এছাড়া খড়, ভূষি ও গরুর খাবাবের দাম বেড়ে যাওয়ায় আগ্রহ হারাচ্ছেন খামারীরা। এ অবস্থায় সরকারিভাবে দুধ সংগ্রহের দাবি জানান খামারীরা।

প্রাণিসম্পদ অফিস সুত্রে জানা যায়, সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে প্রায় ৬০০ দুগ্ধ খামার আছে। এরমধ্যে কলম, চামারী, হাতিয়ান্দহ, ইটালী ও ডাহিয়া ইউনিয়নসহ দুগ্ধ খামার এলাকায় সরকারি ব্যবস্থাপনায় দুধ শীতলীকরণ কেন্দ্র গড়ে তোলার জন্য সুপারিশ পাঠানো হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খুরশীদ আলম জানান, আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে সুপারিশ পাঠিয়েছি তা বাস্তবায়ন হলে খামারীরা নায্যমূল্যে দুধ বিক্রি করতে পারবে। আর্থিকভাবেও লাভবান হবেন তারা।

কেআর/সিবি/এডিবি/