ন্যাভিগেশন মেনু

নারায়ণগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে পৃথক দুটি অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৩১) সন্ধ্যায় র‌্যাব- এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (৩১) মার্চ সোনারগাঁ ও মঙ্গলবার (৩০ মার্চ) সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায় ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‌্যাব সদস্যরা সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মিজান ওরফে মিরু হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে ১৩ কেজি গাঁজা  উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মিজান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন ডগরাপাড়া এলাকার মৃত আব্দুল ওয়াদুদের ছেলে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

এদিকে বুধবার (৩১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ে পৃথক আরেকটি অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জগামী পণ্য বোঝাই একটি ট্রাকে তল্লাশী করে ১১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ আরও ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো -  মো: সেলিম (৪০),  মো: লাদেন (২০), ও মো: নেজাম (২০)। আসামী মোঃ সেলিম (৪০) চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন উত্তর হালিশহর এলাকার মৃত আবুল হাসেম এর ছেলে, মোঃ লাদেন (২০) কিশোরগঞ্জ জেলার নিকলি থানাধীন ছাতিরচর এলাকার মৃত আশ্রাফ আলীর ছেলে এবং অপর আসামী মোঃ নেজাম (২০) চট্টগ্রাম জেলার সদরঘাট থানাধীন মাদারবাড়ী এলাকার কালুর ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরি জানান, আসামী মিজান ওরফে মিরু হোসেন (৩৬) দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় কুমিল্লা থেকে গাঁজা এনে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও এর আশেপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় গাঁজা বাংলাদেশে প্রবেশ করায় এবং ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওয়াই এ/ওআ