ন্যাভিগেশন মেনু

নিউইয়র্কে ঘর থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বাড়ি থেকে প্রবাসী বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নিউইয়র্ক পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জ্যামাইকা এলাকার হিলসাইড অ্যাভিনিউয়ের নিজের ঘর থেকে জিমাম চৌধুরী (২১) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র ছেলে জিমাম। জেড চৌধুরী জুয়েল ও তার পরিবারের সদস্যরা এখন বাংলাদেশে আছেন। তাদের বাড়ি সিলেট জেলায়।

গত বছর ডিসেম্বরে জিমাম চৌধুরী তার বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশে বেড়াতে আসেন। গত বুধবার জিমাম একাই নিউইয়র্কে ফিরে যান। পারিবারিক বন্ধুর পরিবার তাকে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসায় নিয়ে আসেন। ওই পরিবারের সঙ্গেই বুধবার রাতে ছিলেন জিমাম। পরদিন সন্ধ্যায় জামাইকাস্থ হিলসাইড অ্যাভিনিউর বাসায় জিমামকে পৌঁছে দেন তারা।

শুক্রবার দিনভর জিমামের সঙ্গে নিউইয়র্কে কারো যোগাযোগ করার খবর জানা যায়নি। শনিবার দুপুরে জিমামের বন্ধু বাসায় এসে ডাকাডাকি করে তার কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে একই বাসার নিচের তলায় থাকা লোকজনের সাহায্যে জিমামের ঘরে প্রবেশ করেন তারা। বিকেল ৪টার দিকে জিমামের নিথর শরীর দেখে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে জিমামকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়। জিমামের মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিবি/এডিবি