ন্যাভিগেশন মেনু

নোয়াখালীতে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৮০ জনকে জরিমানা


নোয়াখালী জেলায় চলমান লকডাউনে  স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৮০ জনকে ১ লাখ ৯২ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জুলাই) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭০টি মামলায় এ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যমতে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী ১৪দিনের কঠোর লকডাউন সফল করতে জেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ২২টি দল। এ সময় লকডাউনের পঞ্চম দিনে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ১৮০ জনকে ১৭০টি মামলায় ১ লাখ ৯২ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে। 

জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। টহলে রয়েছে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি। লোকজনকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে। বিভিন্নস্থানে করা হচ্ছে সচেতনতামূলক মাইকিং।

ডিএ/এস এ/এডিবি/