ন্যাভিগেশন মেনু

নোয়াখালীতে একদিনে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৪২


নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মারা গেছে ১৫২ জন।

শুক্রবার (৯ জুলাই) সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় ৪৯৫টি নমুনা পরীক্ষা করে ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৮ দশমিক ৬৮ শতাংশ।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলা শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড ডেডিকেটেড হাসপাতালে একজন, বাড়িতে দুইজন ও ঢাকায় নেওয়ার পথে একজন মারা যান।

বর্তমানে হাসপাতালে করোনা রোগী ভর্তি রয়েছে ৮০জন। আইসোলেশনে রয়েছে চার হাজার ৩৯৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ৩০৩ জন।

অন্যদিকে জেলায় মোট সুস্থ হয়েছে ৭ হাজার ৭৫৩ জন।

ডিএ/এমআইআর/এডিবি/