ন্যাভিগেশন মেনু

নোয়াখালীতে গৃহবধূকে হত্যা মামলায় যুবকের আমৃত্যু কারাদণ্ড


নোয়াখালীতে গৃহবধূ হত্যা মামলায় আবদুর রহিম জাবেদ ওরফে আরিফ নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানাসহ আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২১ মার্চ) বিকেলে নোয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামী জাবেদ সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের শুল্লুকিয়া এলাকার চারুবানু গ্রামের আবদুল মান্নানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, চারুবানু এলাকার আবদুল বাসেতের স্ত্রী ফারজানা আক্তার টুনির বাড়ির রাস্তা দিয়ে চলাচল নিয়ে তার সঙ্গে আবদুর রহিম জাবেদের বিরোধ ছিল। ২০১৫ সালের ১২ জুলাই জাবেদের সঙ্গে টুনির কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে জাবেদ ধারালো দা দিয়ে টুনিকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা নুরুল আমিন বাদী হয়ে একই বছরের ১৩ জুলাই জাবেদকে আসামী করে সুধারাম থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।  

রবিবার ১৭ জনের সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযুক্ত আসামী জাবেদকে আমৃত্যু কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম আকবর ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবদুর রহিম রাসেল।

সিবি/এডিবি