ন্যাভিগেশন মেনু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রতিবন্ধীদের সেবাপ্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিবৃন্দের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবাসমূহে অধিকতর অন্তর্ভুক্তির জন্য এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারী/২৪) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আরডিআরএস-বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহবুবুল হাসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম, আঞ্চলিক ব্যবস্থাপক, আরডিআরএস-বাংলাদেশ। 

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ পারভেজ, উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, উপজেলা শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, এলাকাব্যবস্থাপক নুর মোহাম্মদ, কমিউনিটি মোবিলাইজার উত্তম কুমার মিশ্র ও হরিকেশর দেব উপস্থিত ছিলেন। কর্মশালায় কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শফিকুল ইসলাম এর সঞ্চালনায় আহনাফ কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালক

সাংবাদিক এম এ বাসেত, ২নং তিরনইহাট ইউনিয়ন ফেডারেশন চেয়ারম্যান সোলায়মান আলী ও ভজনপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন চেয়ারম্যান তাজুল ইসলাম বক্তব্য রাখেন। দিনব্যাপী কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজকর্মী সহ সরকারি-বেসরকারি দপ্তরের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।