ন্যাভিগেশন মেনু

পাবনায় ধর্ষণ হত্যাসহ নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন


নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং হত্যা বন্ধ করতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

সিলেটে কলেজ ছাত্রাবাসে নববধূ ধর্ষণ, খাগড়াছড়িতে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ, পাবনায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণচেষ্টাসহ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও হত্যা বন্ধ করতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবিতে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুন্নাহার জলি,  বাঁচতে চাই'র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম, সাংবাদিক শফিক আল কামাল, ওয়াইডাব্লিউসিএ-এর সাধারণ সম্পাদক হেনা গোস্বামী, মহিলা নেত্রী শরিফা খাতুন সুখী, কামরুন নাহার জ্যোৎস্না, রোজিনা আকতার প্রমুখ।

কে এস/ ওয়াই এ/এডিবি