ন্যাভিগেশন মেনু

পিকে হালদারসহ ৩৭ জনের বিরুদ্ধে পৃথক ৬ মামলা


অবৈধভাবে ৪৩৪ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিদেশে পলাতক প্রশান্ত কুমার হালদারসহ (পি কে) ৩৭ জনের বিরুদ্ধে পৃথক ৬ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২২ মার্চ) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাগুলো দায়ের করেন সংস্থাটির  উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

আনোয়ার প্রধান নিজেই মামলার বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দশটি কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ৪৩৪ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পি কে হালদারসহ ৩৭ জনের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা দায়ের করা হয়েছে। বাকি ৪টি মামলা সোমবার দায়ের করা হবে।

পিকে হালদারের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের এমডি মো. রাশেদুল, ভারপ্রাপ্ত এমডি মো. আবেদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম. এ. হাশেম এবং বোর্ড সদস্যরা যাচাই-বাছাই ছাড়াই ঋণের বিপরীতে কোনো মর্টগেজ গ্রহণ ছাড়া ১০টি কাগুজে প্রতিষ্ঠানের মালিকদের ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন।

এর আগে, ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদার ও তার ৩৭ সহযোগির বিরুদ্ধে দশটি মামলার অনুমোদন করে দুদক। একইসঙ্গে পিকে হালদারের সহযোগী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোয়াজ্জেমসহ ৪৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দেয়।

সিবি/এডিবি