ন্যাভিগেশন মেনু

ফুটপাত দখলকারীদের দখল ছাড়তে হবে: আতিক


যারা ফুটপাত বা রাস্তা দখল করে রেখেছেন তাদের নিজ দায়িত্বে দখল ছেড়ে দিতে হবে, নয়তো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (২৮ আগস্ট) রাজধানীর মিরপুর এলাকায় মশক নিধনে বিশেষ অভিযান সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় মেয়র বলেন, ‘ফুটপাত বা রাস্তা দখলের অধিকার কারও নেই। সর্বসাধারণের ব্যবহারের জন্য এগুলো নির্মাণ করা হয়েছে।’

পরিদর্শনকালে মেয়রের নির্দেশে সেনপাড়া পর্বতা এলাকার ফুটপাতের দোকানপাট স্থানীয় বাসিন্দা ও বুলডোজারের সহায়তায় গুঁড়িয়ে দেওয়া হয়।

মো. আতিকুল ইসলাম বলেন, ‘মিরপুরের বিআরটিএ অফিসটি এডিস মশার লার্ভা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। অফিসটির ভেতরে বিভিন্ন জায়গায় কোটি কোটি লার্ভা দৃশ্যমান রয়েছে বলেই এর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।’

তিনি বলেন, ‘ব্যক্তিগত, সরকারি বা বেসরকারি যেকোনও ভবনেই এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কারও একার পক্ষে এডিস মশা দূর করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তাররোধ ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।’

এমআইআর/এডিবি/