ন্যাভিগেশন মেনু

ফুলবাড়ী সীমান্ত থেকে কষ্টি পাথরের মুর্তি উদ্ধার


ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৮ এপ্রিল) ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পার্বতীপুর উপজেলার বড়দল গ্রামের নীদিপুকুর ডাঙ্গা হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় কষ্টি পাথরের মুর্তিটি উদ্ধার করা হয়।

লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ জানান, গত ১৬ এপ্রিল গোপন সুত্রে সংবাদ পেয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় ব্যাটালিয়নের অধীন জলপাইতলী বিওপি নাইট সুবেদার মোঃ হায়দারুল ইসলামকে দ্রুত টহল দল নিয়ে পার্বতীপুর উপজেলার আওতাধীন বড়দল গ্রামের নীদিপুকুর ডাংগা হিন্দুপাড়া এলাকায় যাওয়ার নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক বিজিবি’র টহল দল সেখানে গিয়ে কষ্টি পাথরের মুর্তিটি উদ্ধার করে।

তিনি জানান, উদ্ধারকৃত মুর্তিটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি ও প্রস্থ্য ৮ ইঞ্চি। ওজন প্রায় ৬.৪ কেজি। যার বাজার মূল্য আনুমানিক ৭ লাখ টাকা। উদ্ধারকৃত মুর্তিটি আসলে কষ্টি পাথরের কি-না তা পরীক্ষার জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, সীমান্ত এলকায় চোরাচালান দমন, নারী ও শিশু পাচার সীমান্তের এপার থেকে ভারতে অনুপ্রবেশ এবং ভারত থেকে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশ বন্ধ কল্পে সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। বর্তমান সীমান্ত এলাকায় চোরাচালান শুন্যের কোঠায় এবং সতর্কাতার কারনে সীমান্তে এখন সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে।

এমএএস/সিবি/এডিবি/