ন্যাভিগেশন মেনু

বগুড়ায় আরও ৮৬ জনের করোনাভাইরাস সনাক্ত


বগুড়ায় একদিনে আরও ৮৬ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৮০জনে পৌঁছালো। 

শনিবার (৯ আগস্ট) বগুড়া সিভিল সার্জন অফিসের  ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. ফারজানুল ইসলাম জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ও বেসরকারি টিএমএসএস  মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে শুক্রবার মোট ৩১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শজিমেকে পরীক্ষা করা ২৮২টি নমুনার মধ্যে ৬৮টি পজিটিভ এবং টিএমসির পিসিআর ল্যাবে ৩৪টি নমুনায় পজিটিভ আসে আরও ১৮ জনের। এর মধ্যে সদর উপজেলায় ৭৭ জন, আদমদীঘি ৪ জন, শিবগঞ্জ ৩ জন, কাহালু ও নন্দীগ্রামে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২জন, ২১ জন নারী এবং ৩ জন শিশু। তাছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ৭ আগস্ট পর্যন্ত মোট ৩ হাজার ৮৭৬ জন করোনা জয় করেছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হওয়ায় মারা গেলেন মোট ১১৫ জন।

তিনি বলেন, নতুন আক্রান্তরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা গ্রহন করবেন। কারও অবস্থা জটিল মনে হলে তাদের হাসপাতালে স্থানান্তর করা হবে।

এডিবি/