ন্যাভিগেশন মেনু

বগুড়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৩২৭


মহামারি করোনাভাইরাস আক্রান্ত হয়ে বগুড়ায় ২৪ ঘণ্টায় ৮ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন।

সোমবার (১২ জুলাই ) অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি  সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন ।  

করোনায় মৃত ৮ জনের মধ্যে চারজন বগুড়ার বাকি চারজন অন্য জেলার।

মৃত ব্যক্তিরা হলেন - জয়পুরহাট জেলার হাফিজার রহমান (৬৫), বগুড়া শিবগঞ্জের আয়াশ আলী (৫৫), সদরের শিউলী পারভীন (৩৮), জয়পুরহাটের মোহাম্মদ আলী (৬০), নওগাঁর রাহেলা খাতুন (৬০), বগুড়া শেরপুরের জোবেদ আলী (৮৫), নাটোরের আলম (৫৫) এবং বগুড়া শিবগঞ্জের প্রকাশ কান্তি সরকার (৭৫)।

এদের মধ্যে মোহাম্মদ আলী, রাহেলা, জোবেদ ও আলম শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে, হাফিজার, আয়াশ ও শিউলী সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং প্রকাশ কান্তি টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বগুড়ার ডেপুটি  সিভিল সার্জন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ১ হাজার ১৮টি নমুনা পরীক্ষায় ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রন্তের হার ৩২ দশমিক ১২ শতাংশ। এদের মধ্যে সদরের ১৮৯ জন, শেরপুরের ২৮ জন, শাজাহানপুরের ২৭ জন, আদমদীঘির ২০ জন, গাবতলীর ১৯ জন, শিবগঞ্জের ১২ জন, দুপচাঁচিয়ার ৮ জন, ধুনটের ৭ জন, সারিয়াকান্দির ৫ জন, কাহালুর ৫ জন, সোনাতলার ৪ জন এবং নন্দীগ্রামের ২ জন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৩৪ জন এবং ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ হাজার ৯২৫ জন চিকিৎসাধীন।

এএস/এসএ/এডিবি/