ন্যাভিগেশন মেনু

বগুড়ায় করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক ব্যক্তিকে জেলা প্রশাসনের সহায়তা


বগুড়ায় করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্থদের সহায়তা অব্যহত রেখেছে বগুড়া জেলা প্রশাসন। 

সোমবার (১২ জুলাই) বিভিন্ন শ্রেণী-পেশার ৫৬৩ জনকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অর্থ ও খাদ্যসহায়তা দিয়েছে জেলা প্রশাসন। 

সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ২৯৫ জনের প্রত্যেক কে ৫ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকার চেক দেওয়া হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে করোনায় ক্ষতিগ্রস্ত আরও ২৬৮ জনকে খাদ্যসহায়তা দেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু উপস্থিত ছিলেন। বিতরণের দায়িত্বে ছিলেন এনডিসি জিএম রাশেদুল ইসলাম ও জেলা প্রশাসন,বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল ৮ কেজি চাল, ১ কেজি ডাল, আধালিটার ভোজ্য তেল, চিনি, লবণ ও ১টি মিনি সাবান।

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, 'করোনায় ক্ষতিগ্রস্থদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রদান অব্যহত রয়েছে।  ৩৩৩ তে ফোন করে যে কেউ খাদ্য সহায়তা পেতে পারেন। লকডাউনে যারা ক্ষতিগ্রস্থ তাদের সবাইকে খাদ্য সহায়তা দেওয়া হবে। যারা ফোন করছেন তাদের বাড়ীতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

এএসবি/এডিবি/