ন্যাভিগেশন মেনু

বগুড়ায় কয়েল কারখানায় আগুন, একজনের মৃত্যু


বগুড়া সদরের শিকারপুর এলাকায় কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বেলাল হোসেন নামের কারখানার এক নৈশ্যপ্রহরীর মৃত্যু হয়েছে। বেলাল হোসেন কারখানায় ঘুমিয়ে ছিলেন বলে জানায় স্থানীয়রা।

শনিবার (১৩ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে অগ্নিকাণ্ডের সুত্রপাত। পরে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, সকালে ফ্যাক্টরির ভেতরে ধোঁয়া দেখে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস বগুড়ার উপ-পরিচালক বজলুর রশিদ আজকের বাংলাদেশ পোস্টকে জানান, ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় ক্ষয়ক্ষতি নিরুপণ করা হচ্ছে।

এএসবি/এসএ/এডিবি