ন্যাভিগেশন মেনু

বগুড়ায় স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ২ লক্ষাধিক টাকা জরিমানা


বগুড়ায় প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্ত সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘন্টায় বগুড়ায় নতুন করে করোনায় মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছে ১০১ জন। বগুড়া জেলা প্রশাসন থেকে শনিবার সন্ধ্যায় সপ্তম দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে বিজ্ঞপ্তি জারি করেছে।

সদর উপজেলা ও পৌর এলাকায় ২০ জুন থেকে এ বিধি নিষেধ আরোপ করা হয়েছে। প্রতিদিনই বিধিনিষেধ কার্যকর করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মাঠে রয়েছে। ভ্রাম্যমান আদালত শহরে অভিযান অব্যহত রেখেছে। 

রবিবার সকাল ১০টায় বগুড়া পৌর এলাকায় কঠোর বিধি নিষেধ কার্যকর পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) এর নেতৃত্বে জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ বিশেষ অভিযান পরিচালনা করেন।

প্রায় দুই ঘন্টার অভিযানে বিনা প্রয়োজনে শহরে প্রবেশ ও স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে ৬০টি মামলা দায়ের করেন এবং ২ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, আব্দুর রশিদ, মোতাহার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর রফিকুল ইসলাম, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া শহরের বিভিন্ন স্থানে মার্কেটে দোকান খোলা রাখায় নির্বাহি ম্যাজিষ্ট্রেটগনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছেন।

অভিযান চলাকালে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম জানান, ‘করোনা সংক্রমণ রোধে শহরে জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। শহরে প্রয়োজন ছাড়ায় চলাচলকারি মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা, ইজিবাইক, মাইক্রো, প্রাইভেটকারে অভিযান চালানো হয়। শহরে মানুষ বিভিন্ন অজুহাতে ঘোরাফেরা করছে। করনা সংক্রমণ থেকে বাঁচতে হলে অবশ্যই সচেতন হওয়া জরুরী।’

বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহীন জানান, ‘সর্বশেষ ৩২২ নমুনার ফলাফলে  নতুন করে ১০১ জন করোনা সনাক্ত হওয়ায় জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৪৩৩ জন এবং সুস্থ হয়েছে ১২ হাজার ৪৪১ জন। এছাড়া নতুন করে ৪ জনের মৃত্যুতে মোট মৃত্যু হয়েছে ৩৭৫ জনের।’

এ এস বি/এমআইআর/ওআ