ন্যাভিগেশন মেনু

বগুড়া পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন


বগুড়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের পৌর উচ্চ বিদ্যালয় থেকে ভোটকেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে গেছেন কর্মকর্তারা।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্, সহকারী রিটার্নিং কর্মকর্তা এসএম জাকির হোসেন, সাখাওয়াত হোসেনসহ নির্বাচন কর্মকর্তারা এসব নির্বাচন সামগ্রী বিতরণ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানিয়েছেন, দেশের বৃহৎ বগুড়া পৌরসভায় ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন ভোটার রয়েছেন। এরমধ্যে ১ লাখ ৩৪ হাজার ৯০৬ জন পুরুষ ও ১ লাখ ৪০ হাজার ৯৬৪ জন মহিলা। বগুড়া পৌরসভায় ১১৩টি কেন্দ্রে ৮৩০টি বুথে ২ হাজার ৬০৩ জন ভোটগ্রহণের কাজে নিয়োজিত থাকবেন।

মেয়র পদে আওয়ামী লীগ থেকে আবু ওবায়দুল হাসান ববি নৌকা প্রতীক, বিএনপি থেকে রেজাউল করিম বাদশা ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী পরিবহন ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দ জগ প্রতীক ও ইসলামী আন্দোলন থেকে মাওঃ আব্দুল মতিন হাতপাখা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন।

তাছাড়া, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর (মহিলা) ৫০ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ আজকের বাংলাদেশ পোস্টকে জানান, বগুড়ায় অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ১৬ প্লাটুন বিজিবি, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২১টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্সসহ প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব, পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ এস বি/ এস এ /এডিবি