ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধু হত্যায় মদদদাতাদের মুখোশ উন্মোচনে কমিশন গঠনের দাবি


জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের খুনীদের নেপথ্যে মদদদাতাদের মুখোশ উন্মোচনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান।

মুরাদ হাসান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ট্র্যাজেডির পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার চেষ্টা করে। শুরু করে সাম্প্রদায়িকতা ও ঘৃণার রাজনীতি। তার পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা বিরোধীরা পুনর্বাসিত হয় এবং ইতিহাসের চাকা পেছনে ঘুরতে থাকে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে এবং জানাতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের পথে দুর্বার গতিতে এগিয়ে যাবার কথা সবাইকে অবহিত করতে হবে। একইভাবে স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা সম্পর্কে দেশবাসীকে সজাগ ও সচেতন করতে হবে। আর এসব করতে পারলেই শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন সার্থক হবে।

এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের সহ-সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, সাধারণ সম্পাদক ও মুখপাত্র সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক নাট্যশিল্পী তারিন জাহান, জোটনেত্রী চিত্রনায়িকা শাহনুর, আওয়ামী লীগ নেতা এম.এ করিম, জোট নেতা চিত্রপরিচালক রফিকুল ইসলাম বুলবুল, কন্ঠশিল্পী করিম খান, আওয়ামী লীগ নেতা মোত্তাছিম বিল্লাহ, সাংবাদিক মানিক লাল ঘোষ, রোকন উদ্দিন পাঠান, দীপাবলী দীপাসহ চলচ্চিত্র ও নাট্য শিল্পীরা।

ওয়াই এ/এডিবি