ন্যাভিগেশন মেনু

বাঁশখালীতে পুকুর ভরাটের বিরুদ্ধে প্রশাসনের অভিযান


চট্টগ্রামের বাঁশখালীতে পুকুর ভরাটের বিরুদ্ধে পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল (৩ মার্চ) রবিবার বাঁশখালী উপজেলা জলদীতে মিয়ারবাজারের পুর্ব পাশে দারোগা পুকুর ও কাজী পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযানে পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর সিদ্ধান্ত গৃহিত হয়। স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ ইসহাক জানান, পুকুর ভরাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করেছি। পুকুর ভরাটের কারণে গাড়ির আওয়াজে আমি নিজেও ঘুমাতে পারিনা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী জানান, এই ২ পুকুর ভরাটের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হচ্ছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে। তিনি জানান, ভরাট কাজে জড়িত ট্রাকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।