ন্যাভিগেশন মেনু

বাঁশখালীতে ৫ শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা


বাঁশখালীর সাধনপুরে ৫ শতাধিক গাছ কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম ৪ নম্বর ওয়ার্ডস্থ নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্তরা। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, বাঁশখালী উপজেলার বাণীগ্রাম নতুন পাড়া এলাকার মৃত্যু আব্দুল হকের পুত্র হাসান মনছুর নামে এক কৃষকের বাগান থেকে গত শনিবার ৫ শতাধিক বি়ভিন্ন প্রজাতির গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে ফেলেন। প্রায় ৪০ শতক জায়গার উপর হাছান মনছুর কয়েক বছর আগে এই বাগান সৃষ্টি করেন।

সরেজমিনে দেখা গেছে, বাগানের প্রায় সব গাছগুলোই ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। এর মধ্যে অধিকাংশ গাছ মাঝামাঝি অংশ থেকে সম্পূর্ণ কেটে ফেলেছে। বাকিগুলোও বাঁচার সম্ভাবনা নেই।
ক্ষতিগ্রস্ত কৃষক হাসান মনছুর জানান, অনেক কষ্টে পরিচর্যা করে গাছগুলো বড় করেছি। কিন্তু রাতের আঁধারে কে বা কারা গাছ কেটে ফেলেছে। আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে। গাছগুলো বিক্রি করে আমার সচ্ছলভাবে সংসার চলত। গত দুই বছর যাবত নিরলসভাবে গাছগুলি পরিচর্যা করে আসছি। আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাতের আঁধারে বাগানের ৫ শতাধিক গাছ কেটে সাবাড় করে দেয়ায় উপজেলার স্থানীয় বাগানের কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছেন। গাছের সাথে শত্রুতাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।