ন্যাভিগেশন মেনু

বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই: শ্রিংলা


প্রাথমিকভাবে বাংলাদেশের করোনা টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভারতে উৎপাদিত করোনা টিকা বাংলাদেশ প্রথমেই পাচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

মঙ্গলবার (৫ জানুয়ারি) শ্রিংলার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন 'কোভিশিল্ড' নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই।’

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘প্রাথমিকভাবে জি টু জি ভিত্তিতে বাংলাদেশের জনগণকে ভ্যাকসিন দেবে ভারত। প্রাথমিক অবস্থায় এই টিকা বাণিজ্যিকভাবে সরবরাহ করা হবে না। তবে বৃহৎ পরিসরে যখন উৎপাদনে যাওয়া সম্ভব হবে, তখনই বাণিজ্যিক চুক্তির আওতায় ভ্যাকসিন সরবরাহ করা হবে।’

সম্প্রতি ভারতের সেরাম ইনস্টিটিউশন থেকে উৎপাদিত কোভিড-১৯ টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। এর পরই তিনি আশ্বস্ত করলেন বাংলাদেশকে।

গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর সোমবার (৪ জানুয়ারি) এ টিকা আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদনও দিয়েছে। বেক্সিমকোর মাধ্যমে সেরাম প্রথমধাপের ছয় মাস, প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা।

এডিবি/