ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমবার টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

এবার হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতেই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা।

শুক্রবার (২৮ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হওয়ার কথা ছিল দুপুর ১২টা ৩০ মিনিটে। কিন্তু ঝড়োবাতাস হওয়ার কারণে সতর্কতামূলকভাবে উইকেটও ঢেকে রাখা হয় ত্রিপল দিয়ে। অবশেষে ১০ মিনিট পর টস হয়।

এর আগের দুই ম্যাচে টস জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সেই দুই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে মিস্টার ডিপেন্ডেবলের ৮৪ রানের ইনিংসের ওপর ভর করেই ৩৩ রানের জয় পেয়েছিল রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। দ্বিতীয় ম্যাচেও জয়ের নায়ক তিনিই। মাত্র ৭৪ রানে ৪ উইকেট হারানো পর দলকে ১২৫ রানের ইনিংস উপহার দিয়ে এনে দেন লড়াকু স্কোর। আর তাতেই সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল।

তৃতীয় এবং শেষ ম্যাচে সফরকারীদের হারাতে পারলে হোয়াইটওয়াশ করতে সক্ষম হবে টাইগররা। আর সেই লক্ষ্যেই হয়তো খেলতে নামবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

ওয়াই এ/এডিবি/