ন্যাভিগেশন মেনু

বার্ড ফ্লুতে ভারতে ১৭০০ পরিযায়ী পাখির মৃত্যু


বার্ড ফ্লুয়ের কবলে পড়েছে ভারত। হিমাচলপ্রদেশে এখনও পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ রাজহাঁস জাতীয় পরিযায়ী পাখির বার্ড ফ্লুতে মৃত্যু হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) পরিস্থিতি সামলাতে আপাতত মহারানা প্রতাপ সাগর হ্রদ এলাকায় পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

২০২০ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে হাঁসের মড়ক শুরু হয়। এরপর হাসগুলোকে ভোপালে এইচ৫এন৮ পরীক্ষা করতে পাঠানো হয়।আটটির নমুনা পরীক্ষা করে পাঁচটিতেই বার্ড ফ্লু ধরা পড়ে।

ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্ড ফ্লু নিয়ন্ত্রণে কাংরা জেলার ফতেহপুর, দেহরা জাওয়ালি এবং ইনদোরা মহকুমায় সমস্ত পোলট্রিজাত দ্রব্যের বিক্রি ও রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাংরা জেলা প্রশাসক রাকেশ কুমার প্রজাপতি জানিয়েছেন, মহারানা প্রতাপ সাগর বাঁধ (পং ড্যাম) এলাকার এক কিলোমিটারের মধ্যে হাঁস, মুরগিসহ সমস্ত মানুষজন ঢোকা বন্ধ থাকবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেনদুরের একটি হাঁসের খামারেও প্রায় ১ হাজার ৫০০ হাঁস মারা যায়। কুট্টানন্দ এলাকার হাঁসের খামারেও বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় প্রায় ১২ হাজার হাঁসের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খুলেছে প্রশাসন।

কেরল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে আরও ৩৬ হাজার হাঁস মারা হতে পারে।

এ প্রসঙ্গে কেরল সরকার জানিয়েছে, যে কৃষকদের গৃহপালিত পশুকে মারতে হচ্ছে, তাঁদের ক্ষতিপূরণ দিয়ে দেবে কেরল সরকার।

কয়েকদিন আগে রাজস্থান ও মধ্যপ্রদেশে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে প্রায় ৩০০ কাকের মৃত্যু হচ্ছে। সূত্র: আনন্দবাজার

ওয়াই এ/এডিবি