ন্যাভিগেশন মেনু

বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চা, সৃজন ও বিতরণের সর্বোচ্চ স্থান: চবি উপাচার্য


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (০৭ ডিসেম্বর ২০২৩) দুপুরে চবি সমাজ বিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ।

চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি প্রফেসর ড. সুজিত কুমার দত্তের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর এবং অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ড. মোঃ কামাল উদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম ও সহকারী অধ্যাপক ফারিহা জেসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান ও আফরিন।

চবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চা, সৃজন ও বিতরণের সর্বোচ্চ স্থান।  এখানে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় সবোর্চ্চ গুরুত্ব দেয়া আবশ্যক। তিনি বলেন, একটি কঠিন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া মেধাবী শিক্ষার্থীরা সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে শিক্ষকদের আদেশ-উপদেশ মেনে পঠন-পাঠনে অধিকতর মনোযোগী হয়ে শিক্ষা জীবন শেষ করে পরিবার, সমাজ তথা দেশ-জাতির আশা-আকাঙ্খা পূরণে ভূমিকা রাখার আহবান জানান। 

তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "বিদায়ীরা এ বিশ্ববিদ্যালয়ের এম্বেসেডর। তাদের অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখবে এটাই প্রত্যাশিত। অনুষ্ঠানে চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।