ন্যাভিগেশন মেনু

বেনাপোলে ট্রেন-ট্রাক সংঘর্ষ, ১১ ঘন্টা রেল যোগাযোগ বিছিন্ন


যশোরের বেনাপোল রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া আমদানিকৃত পণ্য বোঝাই ওয়াগনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে পণ্যবাহী একটি ট্রাক। এতে প্রায় ১১ ঘণ্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (১৯ জুন) ভোররাত ৩টার দিকে বেনাপোলের দীঘিরপাড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। পরে শুক্রবার বেলা ২টার দিকে রেলওয়ের উদ্ধারকর্মীরা রেলপথ থেকে ট্রাক ও মালগাড়ির ইঞ্জিন সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করে।

রেলওয়ে সূত্রে জানা যায়, বেনাপোল রেলস্টেশন থেকে ছেড়ে আসা আমদানিকৃত পেঁয়াজ বোঝাই ওয়াগনটি বেনাপোল দিঘীরপাড় হাইরাস্তা রেলক্রসিং দিয়ে যাওয়ার সময় রেলক্রসিং পার হওয়া একটি লোহার কুচি বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে কুচি বোঝাই ট্রাকটিকে দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনও লাইনচ্যুত হয়।

তবে ট্রাকের চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে নামতে সক্ষম হয় বলে স্থানীয়রা জানান। 

বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ তৌহিদুর রহমান জানান, 'দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ওয়াগনের ধাক্কায় ট্রাক দুমড়ে মুচড়ে পড়ে আছে। যেহেতু এটা রেল কর্তৃপক্ষের ব্যাপার, তাই এটা রেল কর্তৃপক্ষ দেখবে। আর এ দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।'

বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, 'বাইপাস সড়কের রেল চলাচলের ওই জায়গাটি স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের জায়গা হওয়ায় সেখানে রেল কর্তৃপক্ষের কোন গেটম্যান নেই। যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত স্থান রেল কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন। খুলনা থেকে রেলের ক্রেন ইঞ্জিন এসে দুপুর ২টার দিকে রেল চলাচল স্বাভাবিক করে।'

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেনাপোলে আসতে না পেরে যশোর রেল স্টেশনে রাখা হয়। বেনাপোলসহ অন্যান্য স্টেশন থেকে টিকিট কাটা যাত্রীদের বিকল্প ব্যবস্থায় যশোর রেলস্টেশনে পাঠানোর পর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বেনাপোল এক্সপ্রেস।

এডিবি/