ন্যাভিগেশন মেনু

বেড়ার চরাঞ্চলে মাষকালাই চাষ হুমকির সম্মুখীন


দীর্ঘ মেয়াদে বন্যা ও দফায় দফায় পাবনার বেড়া উপজেলার চরাঞ্চলের প্রধান অর্থকরী ফসল মাষকালাই চাষে এ বছর কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সেই সাথে আশানুরূপ উৎপাদন ব্যহত হবে সবজি চাষীদের।

এ দিকে পঞ্চমদফা বন্যার পানিতে আবারও চরাঞ্চলের নিম্নএলাকার অধিকাংশ বাড়ি-ঘর ইরি ধানসহ বিভিন্ন সবজি ক্ষেত পানিতে ডুবে গেছে। এছাড়া এখনও চরাঞ্চলের হাজার হাজার বিঘা আবাদি জমি বিশেষ করে মাষকালাই চাষের জমি তিন থেকে চার ফুট পানির নিচে ডুবে রয়েছে।

এ বিষয়ে চরাঞ্চলের স্থানীয় কৃষকের জানায়, এ বছর বারবার বন্যার পানিতে জমিগুলো ডুবে গিয়ে ধান, চিনা বাদামসহ বিভিন্ন সবজি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হযেছে। চরাঞ্চলের কৃষকদের অর্থনৈতিক আয়ের ফসল হচ্ছে, বাদাম, মাষকালাই, ধান ও চিনা। এখনও চরাঞ্চলের হাজার হাজার বিঘা আবাদি জমি বিশেষ করে মাষকালাই চাষের জমি তিন থেকে চার ফুট পানির নিচে ডুবে রয়েছে।

চাষের সময় হয়ে যাওয়ায় উদ্বেগে রয়েছে চাষীরা। আগামী এক-দুই সপ্তাহর মধ্যে জমি থেকে বন্যার পানি না নামলে মাষকালাই বীজ বোনা আর হবে না বলে চরের কৃষকরা জানান।

সময় মতো মাষকালাই বীজ জমিতে বুনতে না পারলে চরাঞ্চলের কৃষকরা আবারও বড় ধরণের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে।

বেড়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আজমত আলী বলেন, ‘বেড়া উপজেলার চরাঞ্চলের প্রচুর পরিমানে মাষকালাই উৎপাদন হয়ে থাকে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ীরা বাজারজাত করে থাকে। গত বছর উপজেলার চরাঞ্চলে ২ হাজার ৯৯৫ হেক্টর জমিতে মাষকালাইয়ের চাষ হয়েছিল। দ্রুত জমি থেকে পানি নেমে গেলেই চাষিরা মাষকালাই বীজ জমিতে বোনা শুরু করতে পারবেন।’

এমআইআর/এডিবি