ন্যাভিগেশন মেনু

ভারতের বাঁধায় শতাধিক নাগরিক বেনাপোলে আটকা পড়েছেন


ভারতে ঢোকার মুখে শুধুমাত্র স্থলবন্দর বাংলাদেশের বেনাপোলে আটকা পড়েছেন শতাধিক ভারতীয় নাগরিক। অবশ্য ভারত থেকে বাংলাদেশিদের আসতে কোন বাঁধা নেই।

নানা কাজে ভারত থেকে বিভিন্ন সময়ে পার্সপোটের মাধ্যমে বাংলাদেশে এসেছিলেন তাঁরা। এখন করোনার কারণে তাঁদের নিজ দেশে যেতে বাঁধা দিচ্ছেন ভারত সরকার।

বাংলাদেশে আসা ভারতীয় নাগরিকদের দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করায় বেনাপোল চেকপোস্টে আটকে পড়েছেন ওই শতাধিক ভারতীয় নাগরিক। 

আজ মঙ্গলবার বেনাপোল চেকপোস্ট এলাকায় অবস্থানরত একাধিক পাসপোর্ট যাত্রী ভারত সরকারের সিন্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন পূর্ব ঘোষণা ছাড়া এভাবে সীমান্ত বন্ধ করা সমীচিন নয়। 

ভুক্তভোগী পার্সপোট যাত্রীরা দ্রুত সীমান্ত খুলে দেওয়ার জন্য আহ্বান জানান। এসব পার্সপোট যাত্রীদের মধ্যে অধিকাংশ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, হঠাৎ করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ  মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় নাগরিকদের তাদের দেশে প্রবেশ বন্ধ করে দিয়েছে । 

এ কারণে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের  সামনে এই ভারতীরা তাদের দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছেন। তবে ভারতে অবস্থানকারী বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের বাংলাদেশে প্রবেশে কোন নিষেধাজ্ঞা না থাকায় তাদের দেশে আসতে দেখা যাচ্ছে। 

স এস