ন্যাভিগেশন মেনু

ভূয়া ডাক্তারকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা


মৌলভীবাজারে ভূয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোক্তা অধিদপ্তরের মৌলভীবাজারের সহকারি পরিচালক মো. আল-আমিন এ জরিমানা করেন।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়সদর উপজেলার গোরারাই বাজারে অবস্থিত গাউছিয়া উসমান ফার্মেসী এর মালিককে ভুল ঔষধ দেওয়া এবং ডাক্তার না হয়েও ডাক্তারের পদবি ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করার  অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মূলত মুমিনা বেগম নামের একজন সেবা প্রার্থী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

সে অভিযোগ আমলে নিয়ে মঙ্গলবার মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে অভিযোগকারী এবং অভিযুক্তের বক্তব্য শুনেন সহকারি পরিচালক। উক্ত শুনানীতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষীকে এ শাস্তি প্রদান করে ভোক্তা অধিদপ্তর।

এছাড়া পরে আইন অনুযায়ী অভিযোগকারী মুমিনা বেগমকে জরিমানার ২৫% হিসাবে ১০ হাজার টাকা প্রদান করা হয়।

ওয়াই এ/এস এস