ন্যাভিগেশন মেনু

মহেশখালীতে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ


উচ্ছেদ নয়, মাথা গোজার ঠাই নিয়ে বাঁচতে চাই। আমরা রোহিঙ্গা হতে চাই না, নিজ জন্মভূমিতেই থাকতে চাই। আমরা উন্নয়ন চাই, তবে গৃহহীন হতে চাই না। আমরা বাস্তুহারা হতে চাই না, নিজ গৃহে মরতে চাই। এভাবেই প্রায় ৮০০ পরিবারের নারী-পুরুষের আর্তচিৎকারে তাদের আবেগ আর ক্ষোভে প্রতিবাদ জানাচ্ছেন উচ্ছেদ আতংকে থাকা মানুষগুলো।

রবিবার (২১ মার্চ) সকালে উপজেলার উত্তর নলবিলা দরগাহ ঘোনায় মাতারবাড়ী সংযোগ সড়কের উপর দাড়িয়ে উচ্ছেদের প্রতিবাদে প্রায় দুই হাজার নারী-পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে তারা জানান, আমাদের বসতবাড়ির উত্তরপাশে পর্যাপ্ত পরিমাণ খালি জায়গা রয়েছে সেই খালি জায়গা দিয়ে সড়কটি নির্মাণ করলে এতোগুলো বসতঘর উচ্ছেদ করতে হবে না। এবং আমাদের ৮০০ পরিবার গৃহহীন হতে হবে না । আমরা উন্নয়নের বিরুদ্ধে নয়, আমরা উন্নয়ন চাই, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা এবং শ্রদ্ধা রেখে দেশের উন্নয়নের জন্য আমরা মহেশখালীবাসী হাজার হাজার একর জমি দান করেছি। তিনি (প্রধানমন্ত্রী) চাইলে আমরা জমি দিতে এখনো প্রস্তুত, কিন্তু আমাদের শেষ সম্বল মাথা গোঁজার ঠাঁইটুকু যাতে রক্ষা হয় সে দিকেই লক্ষ্য রেখে উন্নয়ন করার অনুরোধ জানাই।

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসতঘর উচ্ছেদ করে উন্নয়ন প্রকল্প না করতে নিষেধ করলেও কিছু অসাধু কর্মকর্তা প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে তারা বসতবাড়িগুলো খালিজায়গা দেখিয়ে আট’শ পরিবারকে উচ্ছেদের পরিকল্পনা করে সড়ক নির্মাণের জন্য বাড়ির উপর দিয়েই সার্ভে করছে। বসতবাড়ি উচ্ছেদ করে সড়ক নির্মাণ আমরা কিছুতেই মেনে নেবো না। আমরা উচ্ছেদ হবো না, প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের মাথা গোঁজার ঠাঁই রক্ষা করবো।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকাবাসীর সাথে একাত্বতা প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিতে মহেশখালীতে নির্মাণ করা হচ্ছে অনেক গুলো মেগাপ্রকল্প। সবগুলো প্রকল্প বাস্তবায়ন হলে পাল্টে যাবে মহেশখালীর চিত্র। এসব নির্মাণ হচ্ছে একমাত্র প্রধানমন্ত্রীর আন্তরিকতায়। কিন্তু তাই বলে প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে বসতবাড়িগুলো খালি জায়গা দেখিয়ে সড়ক নির্মাণের নামে বসতবাড়ি উচ্ছেদ কিছুতেই কাম্য নয়।

তিনি বলেন, যে বাড়িগুলোর উপর দিয়ে সড়ক নির্মাণে সার্ভে করা হচ্ছে তার ঠিক দুই’শ গজ উত্তর দিকে নিয়ে গেলে এতোগুলো বাড়ি উচ্ছেদ করতে হবে না। এখানে এতোগুলো বসতঘর রয়েছে এটা জেনেও তারা কেন এই বসতবাড়ির উপর দিয়ে সার্ভে করছে?

বসতবাড়ি রক্ষার দাবিতে স্থানীয় নারী-পুরুষের বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মাষ্টার ফরিদুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় ১নং ওয়ার্ড়ের ইউপি সদস্য লিয়াকত আলী খান, মাষ্টার নজরুল ইসলাম, মাষ্টার মীর হোসেন, মাষ্টার জয়নাল আবেদীন, মাষ্টার মোক্তার আহমদ, সাবেক মহিলা (ইউপি) সদস্যা শাহিদা আক্তার, বাদশা মিয়া, মাষ্টার সেলিম উদ্দিন, সাবেক সেনাসদস্য সেলিম উল্লাহ আজাদ প্রমূখ।

তারা সার্ভে করার দায়িত্ব পাওয়া ডাটা এক্সপার্ট কোঃ লিঃ এর প্রতি উক্ত প্রকল্প বাতিল করে অসহায় পরিবারের বাপ-দাদার বসতভিটা বহাল রাখার জন্য অনুরোধ জানান।

এস এ এম/ এস এ/এডিবি