ন্যাভিগেশন মেনু

মাদ্রাসা ছাত্র সাইমুম নিখোঁজ


মাদ্রাসার হুজুরকে না বলে বাড়িতে যাওয়ার অপরাধে মারধোর করার পর থেকে মাদ্রাসা ছাত্র সাইমুমকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সাইমুম যশোরের ঝিকরগাছার উলাকোল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। মঙ্গলবার বিকালে এ ঘটনায়  শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা শাহানাজ পারভীন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান থানায় জিডি করা হয়েছে বলে তিনি বলেন ঘটনাটি যেহেতু পার্শ্ববর্তী ঝিকরগাছা থানায় সেহেতু সেখানকার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

মাদ্রাসা ছাত্রের পিতা আব্দুর রাজ্জাক বলেন, মায়ের অসুস্থতার খবর পেয়ে শুক্রবার সকালে সে বাড়িতে এসে দুপুরে আবার মাদ্রাসায় ফিরে যায়।

মাদ্রাসার হুজুর সাইদুর রহমান তাকে না বলে বাড়িতে যাওয়ার অপরাধে বেদম মারপিট করে। এরপর শনিবার থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। আমরা সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি কিন্তু কোথাও পাইনি।

সাইমুমের স্বজনদের দাবি তাকে আটকে রেখে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মাদ্রাসার হুজুর সাইদুর রহমান তাকে না বলে বাড়িতে যাওয়ার অপরাধে মারার কথা স্বীকার করে বলেন, শনিবার আমরা যখন শুয়ে ছিলাম তখন সে পালিয়েছে। এর বাইরে মন্তব্য করতে তিনি রাজি হননি।

আহসান হাবিব সাইমুম ( ১৪ )  শার্শা উপজেলার বাগাডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। 

এ দিকে একমাত্র ছেলেকে হারিয়ে তার মা শাহানাজ পারভীন বারবার মুর্ছা যাচ্ছেন। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, দেড় বছর আগে ছেলেকে কোরআনের হাফেজ বানানোর জন্য সেখানে রেখে আসি।

মাদ্রাসায় ৬০টি ছোট ছোট ছেলে থাকে সেখান থেকে আমার ছেলেটি চলে গেল অথচ কেউ দেখতে পেলো না। এতেই আমার সন্দেহ হচ্ছে। হুজুরকে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ  https://www.ajkerbangladeshpost.com 

এস এ / এস এস