ন্যাভিগেশন মেনু

মানবপাচারের মামলায় নৃত্যশিল্পী ইভানের জামিন


বিদেশে নারীপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে করা মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (২১ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তুষার রায়। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

আইনজীবী তুষার রায় বলেন, ইভানকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রুলও দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, এ জামিন আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন।

গত বছরের ১১ সেপ্টেম্বর সিআইডি জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্যান্সবারে কাজ দেয়ার নামে নারীপাচারের অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে আটক করা হয়।

সঙ্গে আরও আটক করা হয় আজম খানসহ নারীপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে। এদের মধ্যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের নাম বলেন। সেই তথ্যের ভিত্তিতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট তাকে আটক করে।

এরপর ওই বছরের ২১ সেপ্টেম্বর ইভানকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে পাঠান হয়। রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

ওআ/