ন্যাভিগেশন মেনু

মিরপুরে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু


রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে দগ্ধ রেনু বেগম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হলো। তাছাড়া, এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ জন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসাইন ।

তিনি জানান, রেনু বেগমের শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় শিশুসহ আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে।

চিকিৎসাধীন শিশু নওশিনের (৫), শরীরের ১৫ শতাংশ আর নাজনীন আক্তারের (২৫) দগ্ধ হয়েছে ২৭ শতাংশ।

এর আগে বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাতে মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হন। দগ্ধরা হলেন - নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রওশন-আরা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)।

এস এ/এডিবি/