ন্যাভিগেশন মেনু

মুক্তি পেয়ে গুলশানের বাসভবনে খালেদা জিয়া


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। 

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে ছাড়া পেয়েছেন।

খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দরের জিম্মায় তাকে হস্তান্তর করা হয়। 

বাসায় অবস্থান করে চিকিৎসা নেওয়ার শর্তে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হলো বিএনপির চেয়ারপারসনকে।

এসময় তার পরিবারের কয়েকজন সদস্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এরপর ৪টা ২০ মিনিটের দিকে হাসপাতাল থেকে খালেদা জিয়াকে নিয়ে তার স্বজনরা গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় রওনা হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন খালেদা জিয়া।

এডিবি/