ন্যাভিগেশন মেনু

মুজিববর্ষে সুজানগরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু


“মুজিববর্ষের অঙ্গিকার,সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা সুজানগরে শুরু হয়েছে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম ।

শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সাতবাড়ীয়ার সড়ক সংস্কার কাজের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী আবুল হাশেম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক ও আব্দুল বাতেন প্রমুখ ।

উপজেলা প্রকৌশলী আবুল হাশেম জানান, মুজিববর্ষ উপলক্ষে অক্টোবর মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাস ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুজানগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর( এলজিইডি) নিয়োগকৃত ১০০ জন মহিলা কর্মীর মাধ্যমে এলজিইডির আওতাভুক্ত সড়কগুলোর রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা হয়েছে। মাসব্যাপি চলবে এই কার্যক্রম ।

সিবি/এডিবি