ন্যাভিগেশন মেনু

মেঘনা পেট্রোলিয়ামের ৪৫তম এজিএমে ১৬০ শতাংশ লভ্যাংশ অনুমোদন


মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল) ৯ম বিশেষ সাধারণ সভা এবং ৪৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)  অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নূরুল আলম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক খালিদ আহম্মেদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও স্বতন্ত্র পরিচালক মোঃ আসমাউল হোসেন,  মোঃ খলিলুর রহমান,  আবু দাইয়ান মোহাম্মদ আহসানউল্লাহ,  অর্থ বিভাগের যুগ্নসচিব ও পরিচালক কাজী শাহজাহান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব ও পরিচালক শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, পরিচালক আবুল ফজল মোঃ নাফিউল করিম, শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ টিপু সুলতান, কোম্পানি সচিব রেজা মো: রিয়াজউদ্দিন।

এতে সকল শেয়ারহোল্ডার ভার্চুয়্যালি অংশগ্রহণ এবং হিসাব বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের ওপর সাধারণ শেয়ারহোল্ডাররা অনলাইনে মতামত প্রকাশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

সভায় কোম্পানির ২০২২-২৩ অর্থবছরে ৪৪২.১৩ কোটি টাকা কর মুনাফা অর্জন  এবং শেয়ার প্রতি আয় ৪০.৮৬ টাকা হওয়ায় কোম্পানির পরিচালক পর্ষদ ও সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদেরকে সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়। উক্ত অর্থবছরের জন্য ১৬০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়