ন্যাভিগেশন মেনু

রাহাত মালেক শুভ্রর পিপিই বিতরণ


বিশ্বব্যাপি বিরাজ করা আতংকের নাম নভেল করোনা (কভিড-১৯)। সারাদেশে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ইতিমধ্যেই করোনা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও সাস্থ্য সামগ্রী বিতরণ চলমান।

ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ঘরে থাকার নির্দেশ জারি করা হয়েছে। জনগন যাতে বাইরে না বের হয় সেই জন্য সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বিশেষ করে যারা জনগনের জন্য কাজ করছেন - যেমন ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক এবং প্রশাসনের অন্য কর্তাব্যক্তিদের জন্য সাটুরিয়া উপজেলা প্রশাসনকে ৫০ পিস পিপিই বিতরণ করেছেন মানিকগঞ্জ চেম্বাস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাহাত মালেক শুভ্র।

স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী জাহিদ মালেক স্বপনের ছেলে রাহাত মালেক শুভ্র'র পক্ষে সোমবার (৩০ মার্চ) দুপুরে সবুজ পরিবেশ আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসাইন রাজ সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের হাতে এসব পিপিই তুলে দেন।

রাজ্জাক হোসাইন রাজ আগে মানিকগঞ্জ জেলায় প্রায় বিশ হাজার বিভিন্ন জাতের পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ করেছেন।

শুধু গাছের চারাই নন বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় সাবেক এই ছাত্রনেতা গত ২৫ মার্চ সাটুরিয়া প্রেসক্লাব, বাসস্ট্যান্ড ও বাজারে মাস্ক, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরন করেন।

রাজ্জাক হোসাইন রাজ বলেন ‘বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের নির্দেশে আমরা সকল সামাজিক কর্মকাণ্ডে আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকবো।’

তিনি আরও বলেন ‘সবুজ পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে আমরা মানিকগঞ্জ জেলায় পর্যায়ক্রমে তিন লাখ বৃক্ষ রোপণ করবো এবং আমাদের এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে অব্যাহত থাকবে।’

ওআ/এডিবি

সম্পর্কিত বিষয়: