ন্যাভিগেশন মেনু

রেলওয়ে পূর্বাঞ্চলে সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেস ট্রেনের অফ-ডে প্রত্যাহার


ঈদে যাত্রী ভোগান্তি কমাতে চট্টগ্রাম-ঢাকা ও ঢাকা-নোয়াখালীর রুটে সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেস ট্রেনের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিকালে রেলওয়ে পূর্বাঞ্চলের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, যাত্রীদের সুবিধার্থে এ রুটের সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেস ট্রেন দুইটি অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) থেকে ট্রেন দুইটির অনলাইন বা সরাসরি কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

ইদ-উল ফিতর উপলক্ষে ৭৮৭ সোনার বাংলা চট্টগ্রাম হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ৭১২ উপকূল এক্সপ্রেস ঢাকা হতে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। এতে ঈদ যাত্রীদের দুর্ভোগ লাগব হবে।